Pages

Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

রবিবার, ২৯ জুলাই, ২০১২

যেকোনো ছবি দেখে কীভাবে বুঝবেন তা ফটোশপে এডিট করা কি না?

যেকোনো ছবি দেখে কীভাবে বুঝবেন তা ফটোশপে এডিট করা কি না? খুব সহজেই তা পারবেন-ছবি দিন আর রেসাল্ট পান। কীভাবে? উঃ…

 

অনেক সময় দেখা যায় খুব নিখুতভাবে ফটোশপ এ ছবি এডিট করা হয় যা ধরা মুশকিল। যারা অনেক দিন ধরে ফটোশপ এ কাজ করেন তারা হয়ত কিছুটা অনুমান করতে পারেন। কিন্তু ভালো এডিটরের এডিট করা ছবি ধরা খুব মুশকিল। কিন্তু আপনি এখন থেকে যে কোন ছবি হোক না কেন বলে দিতে পারবেন সেটি এডিট করা কী না। আর সেটা খুবই সহজে।

  • প্রথমে এখানে ক্লিক করুন।
  • তারপর upload your image বক্স থেকে আপনার ইমেজ আপলোড করুন।
  • কিছুক্ষন অপেক্ষা করুন।
  • Analysis রেসাল্ট ছবির নিচে পাবেন।

নাম বিহীন ফোল্ডার তৈরি করবেন যেভাবে।

 নাম বিহীন ফোল্ডার তৈরি করবেন যেভাবে।

 

 


এটা তেমন কাজের কোন বিষয় না তবে বেশ মজার। আপনি ফোল্ডার তৈরি করবেন ঠিকি কিন্তু তার কোন নাম থাকবে না। আসুন দেখি কীভাবে হয়।

  • একটা ফোল্ডার বানান।
  • New folder নামটি সিলেক্ট করে ব্যাক স্পেস ব্যবহার করে কেটে দিন।
  • এরপর  কীবোর্ড থেকে Alt চেপে ধরে 0160 লিখুন।
  • তারপর Alt  ছেড়ে দিয়ে এন্টার চাপুন। দেখবেন নামবিহীন  ফোল্ডার তৈরী হয়ে গেছে।
কি খুব সহজ না। তাহলে এখনই চেষ্টা করে দেখুন।

পারলে করে দেখান তো। আমি জানি আপনারা তা কখনই পারবেন না। কী?

 পারলে করে দেখান!!!


পারলে করে দেখানঃ আপনি আপনার কম্পিউটার এ একটা ফোল্ডার তৈরি করুন এবং তার নাম দিন CON । দেখি  কম্পিউটার আপনার কথা শোনে নাকি নিজের গতিতে চলে। যদি আপনি windows based কোন অপারেটিং সিস্টেম ইউস করে থাকেন, আপনি এটা কখনই পারবেন না।

এখন প্রশ্ন হলো কেনো পারবেন না??
উত্তরটা খুব একটা জটিল কছু না। ব্যপারটা হল MS-DOS Device Driver Names কখনই একটা ফাইল নেম  করা যায় না। windows আগে থেকেই নাম গুলো DOS Device name হিসেবে সেট করে রেখছে। নিচে আরো কিছু device name ও  function দেওয়া হল।


Name    Function
   ----    --------
   CON     Keyboard and display
   PRN     System list device, usually a parallel port
   AUX     Auxiliary device, usually a serial port
   NUL     Bit-bucket device
   COM1    First serial communications port
   LPT1    First parallel printer port
   LPT2    Second parallel printer port
   LPT3    Third parallel printer port
   COM2    Second serial communications port
   COM3    Third serial communications port
   COM4    Fourth serial communications port
 
 
উপরের ডিভাইস নেম এর একটাও ফাইল নেম হিসেবে ব্যবহার করা যায় না। ব্যপারটা মজার না? আপনি আপনার বন্ধুর সাথে বাজি ধরতে পারেন ফোল্ডার নেম তৈরি করা নিয়ে। এবং তাতে আপনিই জিতবেন।

গুগল মামার কিছু মজার ট্রিক্স !!!

গুগল মামার কিছু মজার ট্রিক্স। আশা করছি সকলের খুব পছন্দ হবে।

 

গুগল মামা তার সার্চ  ট্রিক্স এ আমাদের মাঝে মাঝে বিস্মিত করে। এই পোস্ট এ আমি কিছু গুগল মামার কিছু  funny search tricks এর বর্ননা করছি। আশা করছি সবার ভালো লাগবে।


1)
Do a barrel roll: Google.com এ যান আর  type করুন Do a barrel roll এবং উপভোগ করুন মজার এই ট্রিক্স।



2) Zerg rush: Google.com এ যান আর  type করুন Zerg rush কিছুক্ষন অপেক্ষা করুন এবং উপভোগ করুন মজার এই ট্রিক্স।

3) Google Gravity trick: Google.com এ যান আর  type করুন Google gravity trick, first result এ ক্লিক করুন । আপনি ইচ্ছামত গুগল এর সমস্ত খন্ড টুকরো গুলোকে মাউস দিয়ে ক্লিক করে চারিদিকে ছুড়ে মারতে পারবেন। এটা আসলেই খুব মজার।

4)  Google's Les paul Guitar: গুগল আমাদের Les paul এর ৯৬ তম জন্মদিনে উপহার দিয়েছে সুন্দর একটি গিটার. আপনি মাউস অথবা কীপ্যাড ব্যবহার করে এটি বাজাতে পারবেন। শুধু তাই নয় আপনি সেটা সেভ ও করতে পারবেন । guitar বাজাতে এই লিঙ্ক এ যান

5) Askew: Google.com এ যান আর  type করুন Askew. পরিবর্তনটা লক্ষ করুন।

ছোট্র ছোট্র কিছু মজার ট্রিক্স। আশা করি সবার পছন্দ হয়েছে।

 

শনিবার, ২৮ জুলাই, ২০১২

.rar ফাইলে কিভাবে Password দিবেন??

.rar ফাইলে কিভাবে Password দিবেন??


আপনার পিসিতে  WinRAR সফ্টওয়্যারটি ইনষ্টল করা থাকতে হবে।

>  এবার যে ফাইলটি পাসওয়্যার্ড দিতে চান তার উপর রাইট বাটন ক্লিক করে Add to archive এ ক্লিক করুন।
> এরপর Advanced ট্যাব থেকে Set Password বাটনে ক্লিক করুন।
> এর পর পাওয়্যার্ড দিয়ে Ok করুন। আবার Ok করুন।


ব্যাস আপনার কাজ শেষ।
দারুন একটি কনভার্টর নিয়ে এলাম যা দিয়ে পিডিএফ ফাইল থেকে মুটামুটি যেকোন ফাইলে কনভাট করতে পারবেন। এটাতে কাজ করাও খুব সহজ…


PDF থেকে যেসকল ফাইলে কনভার্ট করতে পারবেন তার তালিকা নিচে দিয়ে দিলাম 

doc, docx, docm,
xls, xlsx, xlsm,
rtf, ppt, pptx, pptm,
txt, htm,
 jpeg, jpg, bmp, gif, tif, png, emf, wmf, ico, jp2, j2k, pcx,
rle, tga, swf video আরো অনেক ফাইলেই কনভার্ট করা যাবে।






এটা দিয়ে খুব দ্রুত কনভার্ট করা যায় ; এবং পুরো ফোল্ডার সহ একসাথে কনভার্ট করতে পারবেন। কনভার্ট করার সময় আউটপুট পেইজ সাইজ এবং সেটিংস কষ্টোমাইজ করতে পারবেন।

এখান থেকে Download করুন।

এই সফ্টওয়্যারটি Win98/ME/NT/2000/XP/2003/Vista (x64)/Windows 7 (64) অপারেটিং সিষ্টেমে চালানো সম্ভব হবে।

ফাইল/ফোল্ডার হাইড করার সবচেয়ে সহজ পদ্ধতি !!

আজ আপনাদের একটি সহজ টিপস দেখাবো । এতো আপনারা কোন প্রকার সফ্টওয়্যার ছাড়াই যেকোন ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখতে পারবেন ১ মিনিটেই। কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করে দেই।

> মনে করুন F: ড্রাইভে Shohel নামে একটি ফোল্ডার রয়েছে; এটাকে আমরা হাইড করবো ।

> প্রথমে Start মেনু থেকে Run এ ক্লিক করুন অথবা Win+R বাটন প্রেস করুন।

> এরপর CMD লিখে ইন্টার বাটন চাপুন অথবা OK তে ক্লিক করুন।

> এবার command prompt উইন্ডো আসলে সেখানে লিখুন “ attrib +s +h E:Shohel

> এবার শুধু ইন্টার বাটনে একটা যাতা মারেন ; আর দেখেন ফোল্ডার উধায় হয়ে গেছে । হা হা হা; 

জানি; মনে মনে ভাবছেন সিহাব ভাইতো এটাকে ফিরিয়ে আনার টিপস দিচ্ছে না ।
হুম চিন্তার কোন কারন নাই যাষ্ট আবার একই ভাবে command prompt উইন্ডো এনে সেখানে লিখুন “ attrib -s -h E:Shohel ” এবং ইন্টার প্রেস করুন; তার মানে হাইড করতে ”+” চিহ্ন এবং ফিরিয়ে আনতে “-” চিহ্ন দিতে হবে;
 

: লেখার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে > attrib,  ‍+s, +h এর পর একটা করে স্পেস রয়েছে। আন হাইডের ক্ষেত্রেও তাই।
বিঃদ্রঃ এটা এমন ভাবেই কাজ করে যে হাইড করার পর সার্চ করলেও পাওয়া যাবে না। তাহলে আর কি কোন সফ্টওয়্যার এর প্রয়োজন আছে ??
 

ফোল্ডারের বন্যা !!!

কয়েক সেকেন্ডেই ১,০০০ ফোল্ডার তৈরি করুন !!!

 

অবাক হওয়ার কিছু নাই; খুবই সহজ । যাষ্ট একটি নোটপেড ওপেন করতে হবে;
প্রথমে Start মেনু থেকে Run এ ক্লিক করুন অথবা Win+R বাটন প্রেস করুন।
এরপর notepad লিখে ইন্টার বাটন চাপুন অথবা OK তে ক্লিক করুন।
এবার notepad ওপেন হলে সেখানে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন।


@echo off
:top
md %random%
goto top



এবার এই ফাইলটা সেভ (Ctrl+S) করুন shohel.bat নামে। মানে যেই নামেই সেভ করুন না কেন তার পর .bat দিতে হবে।


কাজ শেষ এবার শুধু এই ফাইলে ডাবল ক্লিক করে মজা দেখুন ; কয়েক সেকেন্ডেই হাজারেরও বেশী ফোল্ডার তৈরি হয়ে যাবে।


সাবধান : ভুলেও ডেস্কটপে ফাইলটা রাখবেন না। তাহলে ডেস্কটপেই ফোল্ডার তৈরি হওয়া শুরু করবে। যেকোন ড্রাইভে বা ফোল্ডারে রেখে ডাবল ক্লিক করবেন।


তবে হ্যা আপনার শত্রুর কম্পিউটার এ যদি কিছু ঘটাতে চান তবে

C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup

এই লোকেশনে গিয়ে ফাইলটা রেখে আসুন। মনের ভুলে আবার নিজের পিসিতে রেখে দিয়েন না। :P
ধন্যবাদ সবাইকে; ভাল থাকবেন।

 

Facebook চ্যাটে যোগ করুন কালার টেক্সট!!!!

আমরা সবাই ফেসবুকে চ্যাট করতে কম বেশি পছন্দ করি Facebook Chat Box এ সহজে চ্যাঁট করার জন্য টেক্সট এর কালার Black হিসেবে Default রাখা হয়, দূরত Chat এবং Overloading এর কথা চিন্তা করে। এখন আপনি এই Black Text এর সিমিত না থেকে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে নিচের Color Code গুলো ব্যবহার করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই কালার কোড গুলো মাধ্যমে আপনার Facebook বন্ধুদেরকে Message Send করতে পারবেন।

এখানে কোডগুলোর  তালিকা দেওয়া  হল।:--

[[107015582669715]] = A
[[116067591741123]] = B
[[115602405121532]] = C
[[112542438763744]] = D
[[115430438474268]] = E
[[109225112442557]] = F
[[111532845537326]] = G
[[111356865552629]] = H
[[109294689102123]] = I
[[126362660720793]] = J
[[116651741681944]] = K
[[115807951764667]] = L
[[106596672714242]] = M
[[108634132504932]] = N
[[116564658357124]] = O
[[111669128857397]] = P
[[107061805996548]] = Q
[[106699962703083]] = R
[[115927268419031]] = S
[[112669162092780]] = T
[[108983579135532]] = U
[[107023745999320]] = V
[[106678406038354]] = W
[[116740548336581]] = X
[[112416755444217]] = Y
[[165724910215]] = Z

আপনি যদি লেখতে চান Shohel তাহলে তার জন্য কোড গুলো হবেঃ

[[115927268419031]]  [[111356865552629]]  [[116564658357124]]  [[111356865552629]]  [[115430438474268]]  [[115807951764667]]

Modem Booster দিয়ে নেট স্পীড কিছুটা হলেও বাড়িয়ে নিন (১ মেগা)

আমারা সাধারনত পিসির স্পীড বাড়াতে বিভিন্ন ধরনের ইউটিলিটি সি-ক্লিনার, টিউন আপ ইউটিলিটি, রেজিষ্ট্রি ক্লিনার, বুষ্টার ইত্যাদি ব্যবহার করে থাকি । আজ আপনাদের জন্য নেট স্পীড বাড়াতে নিয়ে এলাম Modem Booster


> এটা দিয়ে dial-up এবং high-speed connections অপটিমাইজ করতে পারবেন।
> স্পীড সমস্যার সমাধান করতে পারবেন;
> এটাকে টিউন আপ করতে আপনাকে এলার্ট করে দেবে এর মধ্যে বিদ্যমান থাকা ঘড়ি যা সার্বক্ষনিক মনিটর করতেছে;
> এটা ব্যবহার করা অনেক সহজ ।


ফোল্ডার বা ডিস্ক ড্রাইভ মনিটরিং করুন ছোট একটি সফ্টওয়্যার দিয়ে

ফোল্ডার বা ডিস্ক এর ভিতর কোন প্রকার পরিবর্তন, সংযোজন বা কোন কিছু ডিলিট করা হলে তা আপনি মনিটরিং করতে পারবেন FolderChangesView  নামের এই এপলিকেশনটি দিয়ে।

 এটা দিয়ে লোকাল ড্রাইভ এবং রিমোট নেটওয়্যার্কিং শেয়ার করা ফোল্ডারেও মনিটরিং করা যাবে।

এটা পোর্টেবল; তাই ইনষ্টল দেওয়ার প্রয়োজন নাই। ডাউনলোডের পর শুধু এক্সট্রাক্ট করলেই হবে।


উইন্ডোজের Win2K / WinXP / Vista / Win7 সিষ্টেমে সাপর্ট করবে।

পিসি কে এক্টিভ রাখুন অসাধারন একটি সফটওয়্যার দিয়ে

কেমন আছেন বন্ধুরা ? আপনেরা অনেকে এ অনেক রকমের সফটওয়্যার ব্যবহার করেন কিন্তু অনেক সময় কাজের এবং প্রয়োজনীয় সফটওয়্যার গুলো আমরা মিস করে ফেলি, তাই আজ একটা প্রয়োজনীয় সফটওয়্যার আপনাদের জন্য নিয়ে এলাম যার নাম হচ্ছে "Advance System Care" এই সফটওয়্যার টি অসাধারন ভাবে আপনার কম্পিউটার এর গতি বারিয়ে দিতে পারে মাত্র কয়েকটি Scan করেই। তাই দেরি করবেন না ডাউনলোড করে ফেলুন।

এই সফটওয়্যার টি কন প্রকার সিরিয়াল কি লাগবে না, কারন সফটওয়্যার টি ফ্রি ;)
 
ডাউনলোড করতে ক্লিক করুন
 

Network LookOut Administrator Pro 3.7 দিয়ে মনিটরিং করুন সকল পিসি

আস-সালামু আলাইকুম ; সবাই আশাকরি ভালই আছেন । আজ যে সফ্টওয়্যার টা শেয়ার করবো ; তা দিয়ে আপনারা নেটওয়ার্ক কানেক্টটেড কম্পিউটারগুলো মনিটরিং করতে পারবেন। দেখতে পারবেন ঐ পিসির ইউজার গুলো কি ক করছে । শুধু দেখতেই নয় আপনার মাউস ও কী-বোর্ডের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রনও করতে পারবেন।



এছাড়াও তারা তাদের কম্পিউটারে কি করছে তা রেকর্ড করে রাখতে পারবেন ।
তাদের কে কোন ইনষ্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হলে আপনার ডেস্কটপ ও তাদেরকে দেখাতে পারবেন।

তাদের এটেনশনের জন্য ঐসব পিসিতে ম্যাসেজ পাঠাতে পারবেন। যেমন মনে করুন তারা পিসি তে গেম খেলছে ; আর আপনি তাদেরকে গেম খেলতে নিষেধ করে একটা ম্যাসেজ পাঠালেন।



সফ্টওয়্যারটি ডাউনলোড করে প্রতিটি পিসিতে ইনষ্টল করে ফেলুন। ইনষ্টল করার সময় পাসওয়্যার্ড দিতে বলবে। তখন আপনার ইচ্ছামতো পাসওয়্যার্ড দিয়ে দিন। পরবর্তীতে এই সফ্টওয়্যারটি ওপেন করতে এই পাসওয়্যার্ড দিতে হবে।

এছাড়াও ইনষ্টল করতে দুটো অপশন পাবেন; সেখান থেকে আপনার পিসি Network LookOut Administrator Console সিলেক্ট করুন



এবং অন্য পিসিগুলোতে ইনষ্টল করার সময় Network LookOut Agent সিলেক্ট করুন।

এরপর স্বাভাবিক নিয়মেই ইনষ্টল শেষকরে; Add Computer থেকে আইপি ও পাসওয়্যার্ড দিয়ে এড করুন। এবং মনিটরিং করতে থাকুন।




 এখান থেকে Download করুন। 


এটার সাইজ মাত্র ৭ মেগাবাইট। আর এটা Windows 98/2000/XP/2003/2008/Windows Vista/Windows Vista x64/Windows 7/ Windows 7 x64 অপারেটিং সিষ্টেমে সাপর্ট করবে ।

ফেসবুক থেকে টাইম লাইন রিমুভ করার উপায় !!

 No more Timeline.


খন যে নিয়মটি দেখাবো এটা হচ্ছে টাইম লাইন রিমুভ করার সবচেয়ে সেরা উপায় । এই এপলিকেশনটা প্রায় সব ধরনের ব্রাউজারে সাপর্ট করবে। যেমন ; Firefox, Chrome, Safari, Internet Explorer।

প্রথমে  আপনার ব্রাউসার এএই অ্যাডঅন্স টি Install করে নিন।

এবার আপনার ব্রাউজারটি রিষ্টার্ট দিন।

এবার ফেসবুকে লগইন করুন।

দেখুন আপনার টাইম লাইন আর দেখা যাচ্ছে না।



নোটঃ  আবার টাইম লাইনে ফেরত যেতে চাইলে শুধু ঐ এডঅনস টি ডিসেবল অথবা রিমুভ করে দিন।

খুব সহজে পরিবর্তন করে নিন ফেইসবুকের থিম!!!!

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি আর আমি তো সারা দিন ফেসবুক এ থাকি। যাই হোক আমরা যারা facebook ব্যবহার করি শুধু তাদের জন্য এই পোস্ট। ফেসবুকের এক রকম চেহারা দেখতে দেখতে যারা মহা বিরক্ত তাদের জন্য মহা সুসংবাদ। এখন আপনারা ইচ্ছা করলেই আপনাদের ফেসবুকের চেহারা বদলে দিতে পারেন। নিচের ছবির মত।


*মজিলা ফায়ারফক্সের জন্য যা করতে হবেঃ প্রথমে এই addon টি install করুন তারপর মজিলা restart করুন।

* এখন থিমের জন্য যান এখানে । আপনি আপনার পছন্দ মতো একটা থিমে click করুন। ধরা যাক আপনি পছন্দ করেছেন Facebook Transformers Camaro Bumblebee এই থিমটা। এখন এইটা তে click করলে যে page টা আসবে তার উপরে ডান পাশে install with Stylish এ click করুন। এরপর আবার install এ ক্লিক করুন। কাজ শেষ। এবার আপনার ফেসবুকে লগইন করে দেখুন। সবাই কে ধন্যবাদ।

*** এখান থেকে ফেসবুকে লগইন করুন ***

কে কে বাংলা পড়তে পারেননা!!! আপনাকে যা করতে হবে।

আমরা অনেকেই আমাদের পিসিতে বাংলা কিছুই পড়তে পারিনা।যদিও আমাদের সিস্টেমে অভ্র
বা বিজয় বা অন্য কোন বাংলা সফটওয়্যার বা ফ্রন্ট থাকে তারপরেও সমস্যাটা ফেস করতে হয়।
বা বাংলা জদিও আসে সেটা উল্টা বাএলেমেলোএবং ছোট ছোট ঘর হয়ে থাকে।
তখন কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই বা সমাধান খোজার চেস্টা করে ও পাইনা।
আসলে কাজটা বেশি কিছু নয় এবং জামেলা ও নয়।শুধু আপনাকে আপনার পিসির সেটিংস টা
একটু ঠিক করে নিতে হবেএই পর্যন্ত ই  কাজটি তাহলে চলুন দেখিয়ে দেই কি ভাবে কাজটি করবেন।


যদি আপনার সংগ্রহে কোন বাংলা ফ্রন্ট না থাকে।আর যদি থেকে থাকে তাহলে সেটি ব্যাবহার
করতে পারেন কোন সমস্যা নেই। আমি অবশ্য এই বাংলা ফ্রন্ট টির একজন ভক্ত বলতে পারেন।
এটি আমার ফেভারিট একটি বাংলা ফ্রন্ট।ফ্রন্টটি ডাউনলোড হয়ে গেলে আপনার পিসির সার্চ অপশন এ যান।
এবার টাইপ করুন এখানে FONT



এবং এন্টার দিন। ( অথবা Control Panel  থেকেও Font সিলেক্ট করে এই কাজটি করতে পারেন )

এবার যে ফ্রন্টটি ডাউনলোড করেছেন সেটাকে Copy  করে নিন।


এখানে পেস্ট করুন এবং এই ইউন্ডোটি ক্লোজ করে দিন।


এবার ফিরে চলুন আপনার ব্রাউজারে ওখানে ক্লীক করুন
 Tools>Options >


Content> Default Font:ওখানে হয়তো Times New Roman থাকতে পারে আপনি
এটাকে বদলে দিন ( SolaimanLipi ) সিলেক্ট করুন।বা আপনার যে ফ্রন্টটি আছে সেটাকে সিলেক্ট করুন




এবার Advanced..এক্লীক করুন।


এখানে যে ভাবে সেটিংস দেখতে পাচ্ছেন ঠিক এ ভাবেই আপনার সেটিংস টাও
ঠিক করে নিবেন।এবার ওকে দিয়ে পেইজটি ক্লোজ করে ব্রাউজারে গিয়ে বাংলা সাইট খুলে
দেখুন কেমন প্রেস বাংলা দেখা যাচ্ছে আপনার পিসিতে।
আশা করি পোস্ট টি নতুনদের জন্য কাজ দিবে।পুরাতন অনেকেই এইকাজটি জানেন।
ধন্যবাদ সবাইকে।





মোবাইল দিয়ে হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করার জন্য কিছু ইউনিক সাইট।

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশাকরি সকলে ভালো আছেন। আমরা অনেকেই মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, এবং কিছু কিছু গান ও ভিডিও ডাউনলোড করি। তাই আজ আপনাদের সাথে আমি কিছু ওয়েব সাইট শেয়ার করছি, যে সাইট গুলো থেকে আপনারা মোবাইল দিয়ে হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করতে পারবেন।




যেহেতু মোবাইল দিয়ে ডাউনলোড করবেন সেহেতু এই ভিডিও গুলো সবই থিজিপি এবং এমপি4 ফরম্যাট এর এবং কোয়ালিটি যথেষ্ট পরিমানে ভালো তাই এখনই ট্রাই করে দেখুন।
সাইট গুলো হল:

http://moviesmobile.net
http://vuclip.com
http://loadmob.com
http://moviearena.org,
http://moviesmobile.net
http://movies4mobile.net
http://mobi-movies.org
http://mobilemoviezone.com
http://o2videos.com
http://3gpmobilemovies.net
http://avimobilemovies.com
http://o2cinemas.com

ধন্যবাদ সবাইকে।

সহজ পদ্ধতিতে Folder Lock করুন কোন Software ব্যতীত।


সালাম ও শুভেচ্ছা নিবেন। কোন ড্রাইভে কোন ফল্ডার কে আমরা সুরক্ষিত রাখতে চাইলে সাধারণত ফোল্ডারটি হাইড করে রাখি। কিন্তু হাইড করলে ই ফোল্ডার সুরক্ণিত থাকে না। আমি একটি সহজ উপায় নিচে দেখালাম, পছন্দ হয় কিনা?



মনেকরি, আপনার কম্পিউটার এর D ড্রাইভে Important নামে একটি ফোল্ডার আছে যেটি আপনি সুরক্ষিত রাখতে চান। তাহলে নোটপ্যাড ওপেন করে নিচের কোড টাইপ করুন….


ren important important .{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

এবং সেভ এস করুন D ড্রাইভে lock.bat নামে। এখন lock ফাইলটিতে ডাবল ক্লিক করলে আপনার কাঙ্খিত ফোল্ডারটি লক হয়ে যাবে।


এবার ফোল্ডারটি আনলক করতে নিচের কোডটি টাইপ করুন…

ren important.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} important


এবং সেভ এস করুন D ড্রাইভে unlock.bat নামে। এখন এতে ডাবল ক্লিক করলে ফোল্ডারটি আনলক হয়ে যাবে।


এখানে একটা ব্যপার খেয়াল রাখতে হবে যে ড্রাইভের ফোল্ডার লক/আনলক করতে চান সে ড্রাইভে lock/unlock ফাইলটি রাখতে হবে। লক করার পর এ দুটি ফাইল অন্যত্র সরিয়ে রাখুন। ধন্যবাদ।

মাল্টিমিডিয়া কীবোর্ড বানিয়ে নিন সাধারণ কীবোর্ডকে!!

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। আমরা সবাই মাল্টিমিডিয়া কীবোর্ডের সুবিধাগুলো সম্পর্কে অবগত আছি। অনেকেই ইচ্ছা থাকা স্বত্ত্বেও মাল্টিমিডিয়া কীবোর্ড কিনে ব্যবহার করতে পারে না। অর্থাৎ সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য হয় না। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি সফটওয়্যার যেটি ব্যবহার করলে আপনাকে এই আফসোসটুকু করতে হবেনা বলে আশা করছি। সফটওয়্যারটির নাম Active Keys।



সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার কীবোর্ডকে ইচ্ছামত কাস্টমাইজ করে নিতে পারবেন। তাই এক্ষুনি ডাউনলোড করে ফেলুন নিচের লিঙ্ক হতে।

Download

মাত্র একটি সফটওয়ার ইন্সটল করে উপভোগ করুন 44+ থিম!!!!!

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি মেগা থিমস কালেকশন নিয়া এসেছি।আপনি যদি Windows xp ইউজার হন তাহলে এটা আপনার জন্য। প্রায় 44+ টি নিউ এক্সক্লুসিভ থিম মাত্র 13.56mb.।




একটি মাত্র সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিন এই ৪৫ টি থিমস।  এটা আপনার পিসির কোন সমস্যা করবেনা + কম্পিউটার ও ধীরগতির করবে না। এত কিছু পাচ্ছেন মাত্র একটি সফট প্যাঁকে তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন। এখন সফটওয়্যার টি ইন্সটল করেন। করা শেষ হলে আপনার পিসি রিস্টার্ট দিতে বলবে, রিস্টার্ট দিন। এখন আপনার ডেস্কটপ থেকে মাউসের রাইট ক্লিক করে প্রপারটিজ এ ক্লিক করে Apperance ট্যাবে ক্লিক করে আপনার পছন্দের থিমটি সিলেক্ট করে ওকে করুন এবং উপভোগ করুন।


সবাইকে অনেক অনেক ধন্যবাদ।