Pages

Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

শনিবার, ২৮ জুলাই, ২০১২

মাত্র একটি সফটওয়ার ইন্সটল করে উপভোগ করুন 44+ থিম!!!!!

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি মেগা থিমস কালেকশন নিয়া এসেছি।আপনি যদি Windows xp ইউজার হন তাহলে এটা আপনার জন্য। প্রায় 44+ টি নিউ এক্সক্লুসিভ থিম মাত্র 13.56mb.।




একটি মাত্র সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিন এই ৪৫ টি থিমস।  এটা আপনার পিসির কোন সমস্যা করবেনা + কম্পিউটার ও ধীরগতির করবে না। এত কিছু পাচ্ছেন মাত্র একটি সফট প্যাঁকে তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন। এখন সফটওয়্যার টি ইন্সটল করেন। করা শেষ হলে আপনার পিসি রিস্টার্ট দিতে বলবে, রিস্টার্ট দিন। এখন আপনার ডেস্কটপ থেকে মাউসের রাইট ক্লিক করে প্রপারটিজ এ ক্লিক করে Apperance ট্যাবে ক্লিক করে আপনার পছন্দের থিমটি সিলেক্ট করে ওকে করুন এবং উপভোগ করুন।


সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন