Pages

Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

শনিবার, ২৮ জুলাই, ২০১২

Network LookOut Administrator Pro 3.7 দিয়ে মনিটরিং করুন সকল পিসি

আস-সালামু আলাইকুম ; সবাই আশাকরি ভালই আছেন । আজ যে সফ্টওয়্যার টা শেয়ার করবো ; তা দিয়ে আপনারা নেটওয়ার্ক কানেক্টটেড কম্পিউটারগুলো মনিটরিং করতে পারবেন। দেখতে পারবেন ঐ পিসির ইউজার গুলো কি ক করছে । শুধু দেখতেই নয় আপনার মাউস ও কী-বোর্ডের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রনও করতে পারবেন।



এছাড়াও তারা তাদের কম্পিউটারে কি করছে তা রেকর্ড করে রাখতে পারবেন ।
তাদের কে কোন ইনষ্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হলে আপনার ডেস্কটপ ও তাদেরকে দেখাতে পারবেন।

তাদের এটেনশনের জন্য ঐসব পিসিতে ম্যাসেজ পাঠাতে পারবেন। যেমন মনে করুন তারা পিসি তে গেম খেলছে ; আর আপনি তাদেরকে গেম খেলতে নিষেধ করে একটা ম্যাসেজ পাঠালেন।



সফ্টওয়্যারটি ডাউনলোড করে প্রতিটি পিসিতে ইনষ্টল করে ফেলুন। ইনষ্টল করার সময় পাসওয়্যার্ড দিতে বলবে। তখন আপনার ইচ্ছামতো পাসওয়্যার্ড দিয়ে দিন। পরবর্তীতে এই সফ্টওয়্যারটি ওপেন করতে এই পাসওয়্যার্ড দিতে হবে।

এছাড়াও ইনষ্টল করতে দুটো অপশন পাবেন; সেখান থেকে আপনার পিসি Network LookOut Administrator Console সিলেক্ট করুন



এবং অন্য পিসিগুলোতে ইনষ্টল করার সময় Network LookOut Agent সিলেক্ট করুন।

এরপর স্বাভাবিক নিয়মেই ইনষ্টল শেষকরে; Add Computer থেকে আইপি ও পাসওয়্যার্ড দিয়ে এড করুন। এবং মনিটরিং করতে থাকুন।




 এখান থেকে Download করুন। 


এটার সাইজ মাত্র ৭ মেগাবাইট। আর এটা Windows 98/2000/XP/2003/2008/Windows Vista/Windows Vista x64/Windows 7/ Windows 7 x64 অপারেটিং সিষ্টেমে সাপর্ট করবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন