Pages

Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

রবিবার, ২৯ জুলাই, ২০১২

গুগল মামার কিছু মজার ট্রিক্স !!!

গুগল মামার কিছু মজার ট্রিক্স। আশা করছি সকলের খুব পছন্দ হবে।

 

গুগল মামা তার সার্চ  ট্রিক্স এ আমাদের মাঝে মাঝে বিস্মিত করে। এই পোস্ট এ আমি কিছু গুগল মামার কিছু  funny search tricks এর বর্ননা করছি। আশা করছি সবার ভালো লাগবে।


1)
Do a barrel roll: Google.com এ যান আর  type করুন Do a barrel roll এবং উপভোগ করুন মজার এই ট্রিক্স।



2) Zerg rush: Google.com এ যান আর  type করুন Zerg rush কিছুক্ষন অপেক্ষা করুন এবং উপভোগ করুন মজার এই ট্রিক্স।

3) Google Gravity trick: Google.com এ যান আর  type করুন Google gravity trick, first result এ ক্লিক করুন । আপনি ইচ্ছামত গুগল এর সমস্ত খন্ড টুকরো গুলোকে মাউস দিয়ে ক্লিক করে চারিদিকে ছুড়ে মারতে পারবেন। এটা আসলেই খুব মজার।

4)  Google's Les paul Guitar: গুগল আমাদের Les paul এর ৯৬ তম জন্মদিনে উপহার দিয়েছে সুন্দর একটি গিটার. আপনি মাউস অথবা কীপ্যাড ব্যবহার করে এটি বাজাতে পারবেন। শুধু তাই নয় আপনি সেটা সেভ ও করতে পারবেন । guitar বাজাতে এই লিঙ্ক এ যান

5) Askew: Google.com এ যান আর  type করুন Askew. পরিবর্তনটা লক্ষ করুন।

ছোট্র ছোট্র কিছু মজার ট্রিক্স। আশা করি সবার পছন্দ হয়েছে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন